34 C
আবহাওয়া
২:১৩ অপরাহ্ণ - মে ১০, ২০২৫
Bnanews24.com
Home » হাটহাজারীতে বাস চাপায় ২ জনের মৃত্যু

হাটহাজারীতে বাস চাপায় ২ জনের মৃত্যু


বিএনএ, হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারীতে বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন— ব্যাটারি চালিত অটোরিকশার যাত্রী মাছ ব্যবসায়ী নিকাশ ও অটো রিকশাচালক আবদুল কাদের।

নাজিরহাট হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পরিদর্শক ওমর ফারুক জানান, সকাল ৬টার দিকে শহরের দিক থেকে উল্টো পথে বেপরোয়া গতিতে বাসটি আসছিল। হাটহাজারীর মুনিয়া পুকুর পাড় এলাকায় এলে ঠিক পথে আসা একটি অটোরিকশাকে চাপ দেয় বাসটি। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই মারা যান চালকসহ ওই যাত্রী।

তিনি বলেন, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। মরদেহগুলো আপাতত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ