31 C
আবহাওয়া
১২:০৪ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » কাবুলে নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ১০

কাবুলে নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ১০

কাবুলে নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহত ১০

বিএনএ বিশ্বডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাংশে নামাজের সময় এক মসজিদে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত দশ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

রেড ক্রিসেন্টের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রমজান মাসে মুসলমানদের প্রার্থনাস্থল এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা বেড়েছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাব্বির জানিয়েছেন তিনি বিস্ফোরণের পর মানুষকে অ্যাম্বুলেন্স ভর্তি করে নিয়ে যেতে দেখেছেন। তিনি বলেন, বিস্ফোরণ খুবই জোরালো ছিল, ভেবেছিলাম কানের পর্দা ফেটে গেছে।

এ ঘটনায় আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বিসমুল্লাহ হাবিব জানিয়েছেন, স্থানীয় সময় বেলা দুইটার দিকে পশ্চিম কাবুলের খলিফা সাহিব মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আফগানিস্তানে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে। এর মধ্যে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তবে এ ঘটনায় এখনও কেও দায় স্বীকার করেনি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ