25 C
আবহাওয়া
৬:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আরও ৫৭ জন

দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আরও ৫৭ জন

করোনা:বিশ্বে ২৪ ঘন্টায় প্রাণ হারাল ৮ হাজারের বেশি মানুষ

বিএনএ, ঢাকা : মহামারি করোনায় দেশে শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৭ জন। এ নিয়ে করোনায় আক্রান্তের মধ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫০ জনে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ২ হাজার ১৭৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসময় দেশে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৩২৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৫ হাজার ১২৪ জন এবং নতুন করে ৮ লাখ ৯১ হাজার ৩৩৭ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩১ লাখ ৭৯ হাজার ১৮৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ১১ লাখ ১৭ হাজার ৬৭৯ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৮৫ লাখ ১০ হাজার ৭৩০ জন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ