25 C
আবহাওয়া
৬:৩৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বন্দরের বহির্নোঙরের পাথর ভর্তি জাহাজ ডুবি

বন্দরের বহির্নোঙরের পাথর ভর্তি জাহাজ ডুবি

বন্দরের বহির্নোঙরের পাথর ভর্তি জাহাজ ডুবি

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা আংকরেজ এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ‘এমভি পিংকি’ নামে পাথর ভর্তি একটি বাল্কহেড ডুবেছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে পতেঙ্গা লাইট হাউস থেকে ২ নটিক্যাল মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ৫ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। বাল্কহেডটি শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) থেকে ভাসানচরে পাথর নিয়ে যাচ্ছিল।

সূত্র জানায়, বাল্কহেডটির ইঞ্জিন চলমান অবস্থায় বিকল হলে একটি মার্চেন্ট শিপের চেইন ক্যাবলের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনায় পতিত হয়। চারজন নাবিককে বাংলাদেশ কোস্ট গার্ড উদ্ধার করে এবং জাহাজ হতে লাফ দেয়া একজন নাবিককে এমভি নাফিজা জাহান নামে অপর একটি জাহাজ উদ্ধার করে। তবে এ দুর্ঘটনায় চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচলের চ্যানেলে কোনো প্রতিকূলতার সৃষ্টি হয়নি।

কোস্টগার্ড পূর্বজোনের লে. আবদুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে কোস্ট গার্ডের হাইস্পিড বোট পাঠিয়ে ৫ নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ