26 C
আবহাওয়া
১২:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কুমিল্লায় আবাসিক ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লায় আবাসিক ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার


কুমিল্লায় আবাসিক ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
বিএনএ, কুমিল্লা : কুমিল্লার দেবিদ্বারে একটি আবাসিক ফ্ল্যাট থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পৌর এলাকার গোমতী আবাসিক এলাকার একটি বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় পুলিশকে জানানো হয়। পুলিশ রাতেই এসে তালা ভেঙে খাটের ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

বাড়ির মালিকের ছেলে মো. শাহজালাল জানান, ১৮ এপ্রিল পাঁচ বছর বয়সী কন্যা শিশুসহ এক দম্পতি বাসাটি ভাড়া নেয়। তাদের কাছে পরিচয়পত্র চাওয়া হয়। পরে ২০ এপ্রিল নিহতের স্বামী আইডি কার্ড আনার কথা বলে মুরাদনগরে নিজ বাড়িতে যান। তখন থেকেই ফ্ল্যাটটি তালাবদ্ধ ছিল।

এ ঘটনায় (দেবিদ্বার-বিপাড়া) সার্কেলের এএসপি মো. আমিরুল্লাহ জানান, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ