বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বোয়ালখালীতে ৫ হাজার ৫০০ দুস্থ পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়েছেন শাকপুরা হাজি মো. জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো.জানে আলম। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে জানে আলম উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ছোলা ও ছোলার ডাল দেওয়া হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রেজাউল করিম বাবুল। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, নব নির্বাচিত চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজা, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনার্দন চৌধুরী রঘু। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রসার প্রতিষ্ঠাতা পীরে কামেল মাওলানা নূর মোহাম্মদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবেশিদের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব ও কর্তব্য। নয়তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কেন আপনি আপনার প্রতিবেশিদের খেয়াল রাখেননি। যার যার সাধ্যমত অসহায় প্রতিবেশীদের পাশে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করতে হবে।
বিএনএনিউজ/ বাবর মুনাফ