৪:০২ পূর্বাহ্ণ - অক্টোবর ৬, ২০২৪
Bnanews24.com
Home » দেশে করোনায় ২ জনের মৃত্যু

দেশে করোনায় ২ জনের মৃত্যু

করোনায় একজনের মৃত্যু

বিএনএ, ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১২২ জনে।

একই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৭২ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫০৪ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ।

বুধবার (৩০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৭৬ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে আট হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় আট হাজার ৫০টি। নতুন মারা যাওয়া একজন পুরুষ ও আরেকজন নারী। তাঁদের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন ও আরেকজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। এর মধ্যে একজন রাজশাহীর ও আরেকজন খুলনার বাসিন্দা ও তাঁরা সরকারি হাসপাতালে মারা গেছেন।

প্রসঙ্গত, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনারোগী শনাক্ত হয়। আর দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ