19 C
আবহাওয়া
১২:৫১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দ্বিতীয় টি-টোয়েন্টি: নিউজিল্যান্ড -১০২/৪

দ্বিতীয় টি-টোয়েন্টি: নিউজিল্যান্ড -১০২/৪

টি-টোয়েন্টিতে ২১১রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

বিএনএ স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলে পেসার সাইফুদ্দিন ও শরিফুল ও মুস্তাফিজের পরিবর্তে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। নিউজিল্যান্ড একাদশেও  লকি ফারগুসনের পরিবর্তে খেলছেন অ্যাডাম মিলনে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড ১১ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ৮৮ রান সংগ্রহ করেছে।

নিউজিল্যান্ড দলের মার্টিন গুপটিল ২১ রানে, ফিন অ্যালেন ১৭রানে এবং ডিভন কনওয়ে ১৫রানে আউট হয়েছেন। বাংলাদেশের পক্ষে উইকেটগুলো পান সাইফুদ্দিন, তাসকিন এবং শরীফুল।

সবশেষ ৪নাম্বার( উইল ইয়াং) উইকেট পান বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান। উইল ইয়াং ১৪রানে আউট হন। এর পর খেলা কিছুক্ষণ  বৃষ্টি বিঘ্নিত হয়। এ পর্যন্ত ১২ওভার ২বলে নিউজিল্যান্ড ৪ উইকেটে ১০২রান পায়।

বিএনএনিউজ২৪/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ