22 C
আবহাওয়া
১:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » বিশ্বে একদিনে করোনায় প্রাণ গেছে ৭৬৪৭ জনের

বিশ্বে একদিনে করোনায় প্রাণ গেছে ৭৬৪৭ জনের


বিএনএ বিশ্ব ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনায়  ৭ হাজার ৬৪৭ জন মারা গেছেন। এতে  মোট মৃতের সংখ্যা ৫৬ লাখ ৭৫ হাজার ৩৮৯ জনে পৌঁছেছে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ২৮ হাজার ৩৩৭ জন। ফলে মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে  ৩৭ কোটি ২৮ লাখ ৯৯ হাজার ২৪৫ জনে দাঁড়িয়েছে।

রোববার (৩০ জানুয়ারি) এসব তথ্য জানিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

সংস্থাটির দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে  আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৩৯৮ জন। মারা গেছেন ১৭৮ জন।

দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত একদিনে দেশটিতে নতুন করে ১ লাখ ৯২ হাজার ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ১২৭ জন।

একই সময়ে রাশিয়ায় মৃত্যু হয়েছে ৬৬৮ জনের। নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ১২২ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ইতালিতে আক্রান্ত ১ লাখ ২৭ হাজার ১৪৭, মৃত্যু ৩৭৭। যুক্তরাজ্যে আক্রান্ত ৭২ হাজার ৭২৭, মৃত্যু ২৯৬। কলম্বিয়ায় আক্রান্ত ১৮ হাজার ৪৫০, মৃত্যু ২৭২। জার্মানিতে আক্রান্ত ১ লাখ ৪৩ হাজার ৫১৮, মৃত্যু ৯১। ইউক্রেনে আক্রান্ত ৩৭ হাজার ৩৫১, মৃত্যু ১৪৯।

তুরস্কে  আক্রান্ত ৯৪ হাজার ৭৮৩, মৃত্যু ১৭৪।  লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যু ৬৯৫, আক্রান্ত ২ লাখ ৭ হাজার ৩১৬।

পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ভিয়েতনামে ১১৫, গ্রিসে ৮০, পোল্যান্ডে ২৩১, কানাডায় ১৩৪, আর্জেন্টিনায় ১৭৯, মেক্সিকোতে ৪৩৭  সাউথ আফ্রিকায় ১২১ জন মারা গেছেন।

এদিকে, করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত মোট ৪ কোটি ১০ লাখ ৮৭ হাজার ৮১৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৯৪ হাজার ১১০ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ  করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ