27 C
আবহাওয়া
২:১৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » সানাই ও শিমুলের ‘জীবনের শেষ দিন’

সানাই ও শিমুলের ‘জীবনের শেষ দিন’

সানাই

বিনোদন ডেস্ক: কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং সম্পন্ন হলো ‘জীবনের শেষ দিন’। জনপ্রিয় সংগীত শিল্পী কাজী শুভ ও বর্ষা স্মীতার নতুন গান -এর মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন মডেল সানাই রাজ ও সাদিকুর শিমুল। দেশের সুনামধন্য একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে মিউজিক ভিডিওটি মুক্তির অপেক্ষায়।

নির্মাতা আবির স্বপ্নবাজ পরিচালিত এ মিউজিক ভিডিওটি চিত্রায়িত হয়েছে । মিউজিক ভিডিওটির গানের কথা লিখেছেন শহীদ আল বেরুনি বিপুল। সংগীত পরিচালনায় করেছে রিয়েল আশিক।

এ ব্যাপারে কথা হয় পরিচালক আবির স্বপ্নবাজ সাথে তিনি বলেন, মিউজিক ভিডিওটি বেশ সময় নিয়ে চিত্রায়িত করা হয়েছে। গল্পটাও ভিন্ন আঙ্গকের। প্রত্যাশার চেয়েও ভাল অভিনয় করেছেন সানাই রাজ ও সাদিকুর শিমুল। নতুন এই মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতাদের মন জয় করবে বলে আমার বিশ্বাস।

মডেল সানাই রাজ বলেন, চৌকশ আর খুবই মেধাবী পরিচালক আবির স্বপ্নবাজ এর মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে আমি ভীষণ আনন্দিত। শিমুলের সঙ্গে আমার রসায়ন ভালো ছিল। চেষ্টা করছি অভিনয়ের সর্বোচ্চটা দেবার। বাকিটা বিচার করবেন দর্শক। আশা করি সবার ভাল লাগবে।

মডেল সাদিকুর শিমুল বলেন, ‘চমৎকার একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানের কথাগুলোও চমৎকার। শুভ ভাই ও বর্ষা আপু অসাধারণ গেয়েছেন। চেষ্টা করেছি অভিনয়ে নৈপুন্যতা দেখানোর। আশা করছি দর্শক নিরাশ হবেন না।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ