19 C
আবহাওয়া
২:২০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নিখোঁজের এক মাস পর জাতীয় পার্টির নেতার মরদেহ উদ্ধার

নিখোঁজের এক মাস পর জাতীয় পার্টির নেতার মরদেহ উদ্ধার

নিখোঁজের এক মাস পর জাতীয় পার্টির নেতার মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা থেকে এক মাস আগে নিখোঁজ হওয়া স্থানীয় জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেনের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জানুয়ারি) গভীর রাতে লোহাগাড়া উপজেলার দরবেশ হাট এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাশেদুল ইসলাম জানান, গত বছরের ২০ ডিসেম্বরে দরবেশ হাট এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন স্থানীয় জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন। দুই দিন ধরে পরিবার তার কোনো খোঁজ না পেয়ে ২১ ডিসেম্বর লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়রি করেন। কিন্তু এক মাস পরও আনোয়ার হোসেনের সন্ধান দিতে ব্যর্থ হয় পুলিশ। শুক্রবার রাতে দরবেশ হাট এলাকার একটি খামারের পাশে একটি গলিত মরদেহের সন্ধান পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আনোয়ার হোসেনের মরদেহটি উদ্ধার করে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ