18 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » শেরপুরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬

শেরপুরে বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬

দুর্ঘটনা

বিএনএ ডেস্ক: শেরপুরে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন৷ রোববার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সদরের কামারিয়া গুনপাড়ার মৃত আব্দুস সামাদের ছেলে সিএনজি অটোরিকশার চালক লোকমান হোসেন (৩৬), গনপদ্দী এলাকার শাজাহান আলীর মেয়ে মাইশা আক্তার মিম (২৬) ও তার ভাই কামরুজ্জামান বাবু (২৩), আলিনাপাড়া এলাকার মোখলেছুর রহমান (৭৮), মোখলেসুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম (৬০) এবং পশ্চিম চিথলিয়া এলাকার সুবাশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী নিনা রানী (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রৌমারী থেকে ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পার্শ্ববর্তী জিনোম মেডিকেল কলেজে ভর্তির পর আরও এক নারীর মৃত্যু হয়।

ঘটনা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম বলেন, ঘাতক বাসকে আটক করেছি। যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ