16 C
আবহাওয়া
৬:৪১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » দাম কমেছে দেশি পেঁয়াজের

দাম কমেছে দেশি পেঁয়াজের

দাম কমেছে দেশি পেঁয়াজের

বিএনএ,ঢাকা: দীর্ঘদিনের অস্থিরতার পর দেশের পেঁয়াজের বাজারে ফিরেছে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা। নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি এবং সরকারের কার্যকরী পদক্ষেপের ফলে বাজারে পেঁয়াজের দাম উল্লেখযোগ্য ভাবে কমেছে। এতে স্বস্তি ফিরেছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের মাঝে।

রবিবার (২৯ ডিসেম্বর) বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়,সরবরাহ বৃদ্ধির ফলে পাইকারি ও খুচরা উভয় ক্ষেত্রেই দাম কমে এসেছে।

আরতের ব্যবসায়ী মো. সলিম আলম বলেন, স্থানীয় কৃষকদের উৎপাদিত নতুন পেঁয়াজের সরবরাহে বাজারে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।নতুন পেঁয়াজ বাজারে আসায় সরবরাহ বেড়েছে। আজ পাইকারি বাজারে দেশি নতুন পেঁয়াজ প্রতি কেজি ৫২ টাকায় বিক্রি হচ্ছে।’

পৌর বাজারের খুচরা বিক্রেতারা বলেন, ‘দেশি নতুন পেঁয়াজ এখন ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
আগের তুলনায় দাম অনেকটাই সহনীয় হয়েছে তাই ক্রেতারাও সন্তুষ্ট।’

পেঁয়াজ কিনতে আসা রাতুল দাস উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আগে পেঁয়াজের চড়া দামের কারণে সংসার খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। এখন দাম কমায় ব্যয়ও অনেকটা কমেছে। এই দাম যদি স্থায়ী থাকে, আমাদের জন্য এটি বড় স্বস্তি।

সূত্র জানায়,এ বছর উপজেলায় পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৪৯ হেক্টর জমি। এর মধ্যে ৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে এবং ১৭ হেক্টর জমির পেঁয়াজ ইতিমধ্যে কর্তন হয়েছে। ফলন সন্তোষজনক হওয়ায় হওয়ায় কৃষকরা ভালো দাম পাচ্ছেন। স্থানীয় কৃষকদের উৎপাদিত পেঁয়াজ সরাসরি বাজারে সরবরাহ করায় বাজারে স্থিতিশীলতা এসেছে। এতে কৃষক এবং ক্রেতা উভয়ই উপকৃত হচ্ছেন।

বিএনএনিউজ/ আরএস

Loading


শিরোনাম বিএনএ