বিএনএ বরিশালঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে বরিশাল সফরে আসছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমনকে কেন্দ্র করে বরিশাল নগরীতে আজ শুক্রবার সকাল থেকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। যেন মিছিলের নগরীতে পরিণত হয়েছে শহরটি। আজ বিকেল তিনটায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। জানা গেছে, তাঁর সঙ্গে বরিশাল যাবেন বোন শেখ রেহানা ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বরিশাল শহরের অলিগলিতে জয় বাংলা স্লোগানে খণ্ড খণ্ড মিছিল দেখা যায়। প্রধান প্রধান সড়কগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভিড় বাড়তে দেখা যায়।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মতে, শেখ হাসিনার এ সফরে ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে। এদিকে শেখ হাসিনার এ জনসভায় ভোলার গ্যাস বরিশালে সরবরাহ, শিল্প নগরী গড়াসহ ৬ /৭টি দাবি তুলতে পারেন দলটির শীর্ষ নেতারা। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গঠিত কমিটির সদস্য বলরাম পোদ্দার।
এর আগে, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সর্বশেষ বরিশাল গিয়েছিলেন শেখ হাসিনা। ওই দিন তিনি বরিশাল ও পটুয়াখালী জেলার সীমান্ত বরাবর পায়রা নদীর লেবুখালী পয়েন্টে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট উদ্বোধন করেন। পরে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় বক্তৃতা দেন।
বিএনএ/ সাইয়েদ কাজল, ওজি