24 C
আবহাওয়া
৪:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ভোটারদের টাকা বিলির অভিযোগ!

ভোটারদের টাকা বিলির অভিযোগ!


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে নৌকার প্রার্থীর পক্ষে ভোটারদের মাঝে টাকা বিলানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। নৌকার পক্ষে একটি বৈঠক শেষে হাতভর্তি টাকা নিয়ে নারীদের মধ্যে বিলানো হয়।

গত ২৬ ডিসেম্বর পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে নারী ভোটারদের সাথে মতবিনিসয় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিসয় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. শামসুদ্দিন। মতবিনিময় সভা শেষে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম মন্ডল হাত ভর্তি টাকা নারীদের মাঝে বিলিয়ে দেন। সেই টাকা বিলানোর ছবি আবার নিজের ফেসবুকে পোস্ট করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. শামসুদ্দিন।

এ বিষয়ে ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফুল ইসলাম মন্ডল বলেন, কাউকে টাকা দেয়া হয়নি। ছবিতে যা দেখেছেন, তা হচ্ছে কেন্দ্র খরচের টাকা কর্মীদের মাঝে দেয়া হয়েছে। ব্যস্ত আছি বলে লাইন কেটে দেন। পরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. শামসুদ্দিন বলেন, ভোটের জন্য কাউকে টাকা টাকা দেয়া হয়নি। যেখানে মতবিনিময় সভা হয়েছে ওই খানেই আমার বাড়ি। বাড়িতে গেলে আশপাশের লোকজন চিকিৎসা, শীতের কম্বল কেনার টাকার জন্য এসেছিল। এই টাকা আমার ব্যক্তিগত তহবিল থেকে দেয়া হয়েছে।

কিন্তু, আপনার সহ-সভাপতি আশরাফুল ইসলাম মন্ডল বলছে  এগুলো নাকি কেন্দ্র খরচ দিয়েছেন। আপনার কথার সাথে তার কথার কোন মিল নেই- এমন প্রশ্নে তিনি বলেন, এটা সহ-সভাপতির ব্যাপার বলে লাইন কেটে দেয়। পরে আবারও ফোন করলে তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ বলেন, ভোট পাওয়ার জন্য টাকা বিলানো বিষয়টি আপনার কাছেই প্রথম শুনেছি। তবে, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জানতে নৌকার প্রার্থী হাফেজ রুহুল আমিন মাদানীর নাম্বারে ফোন করলে  তার সহকারী ফোন রিসিভ করে বলেন, স্যার জরুরী মিটিংয়ে আছে। মিটিং শেষ হলে আপনাকে ফোন করব। তবে পরে একাধিকবার ফোন রিসিভ করেননি।

ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাফেজ রহুল আমীন মাদানী তৃতীয় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে ভোটের মাঠে নেমেছেন তিনি। বর্তমান এমপির বিরুদ্ধে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য ও ত্রিশাল পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়া এবিএম আনিছুজ্জামান। ট্রাক নিয়ে নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।দুই প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মো. আবদুল মজিদ ও তৃণমূল বিএনপি থেকে ডক্টর আবদুল মালেক ফরাজী প্রার্থী হয়েছেন। কিন্তু আলোচনায় বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আনিছ।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ