26 C
আবহাওয়া
১০:২১ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশু আহত

সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশু আহত

সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশু আহত

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহে গ্যাস নেয়ার সময় সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরনে দুই শিশু আহত হয়েছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে শম্ভুগঞ্জ মোড়ের সারমানো ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বিজিবি সদস্য রতন মিয়ার দুই মেয়ে অরনী (৪) ও ঐশী(১০)। তাদের মধ্যে ঐশীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরনে

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার কবলে পড়া সিএনজি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহে আসছিল। পথিমধ্যে গ্যাসের প্রয়োজন হলে শম্ভুগঞ্জ মোড়ের সারমানো ফিলিং স্টেশনে আসেন। এসময় অন্য একটি সিএনজি অটোরিকশায় গ্যাস দিচ্ছিল পাম্পের কর্মী। গ্যাস দেয়ার সময় হঠাৎ সিএনজির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এসময় পাশে থাকা নেত্রকোনার মোহনগঞ্জ আসা ওই সিএনজিঅটোরিকশা ও গ্যাসের মেশিন ছিন্নভিন্ন হয়ে যায়। এতে অটোরিকশার ভিতরে  থাকা দুই শিশু অরুনী ও ঐশী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ