17 C
আবহাওয়া
৬:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ড, পুড়েছে সহস্রাধিক ঘর

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফ হোয়াইক্যং চাকমারকুল ২১নং ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী জানান, বৃহস্পতিবার সকালে শুধু একটি ব্র্যাকের রানিং সেন্টারে আগুন লেগেছিল। এখন নিয়ন্ত্রণে আছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ রোকন জানান, বৃহস্পতিবার সকালে এনজিও সংস্থা ব্র্যাকের একটি অফিসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন কাজ করতে শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ব্র্যাক অফিসের গুরুত্বপূর্ণ কিছু জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ