বিএনএ, ঢাকা: সারাদেশের পাঁচ পৌরসভা ও ৮১ ইউনিয়ন পরিষদে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তবে চলবে একই দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
পাঁচ পৌরসভা হলো- রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা এবং নাটোরের বনপাড়া। একই দিনে ৪৭টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৩৪টি ইউপির বিভিন্ন শূন্য পদে উপনির্বাচনও হবে।
এদিকে বুধবার (২৮ ডিসেম্বর) সকালে কেন্দ্রগুলোতে পাঠানো হয় ভোটের সরঞ্জাম। এ সময় প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয় এসব উপকরণ। তবে ভোট ঘিরে পৌরসভা ও ইউপিগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম পাঁচটি পৌরসভা ও ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১০ ডিসেম্বর।
বিএনএ/এমএফ