20 C
আবহাওয়া
১০:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ১

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ১

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ১

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মনির উদ্দিন (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া চিরিংগা এলাকার বাসিন্দা।

দোহাজারী হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস মহাসড়কে থাকা একটি অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই বাস যাত্রী মনির উদ্দিন নিহত হন। এছাড়া আহত হন নেজাম উদ্দীন, আনোয়ারা বেগম, আবদুল্লাহ, আমিরা বেগমসহ অন্তত ১৫ জন যাত্রী। আহতদেরকে পাশ্ববর্তী বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ