24 C
আবহাওয়া
৮:৪৬ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » আল্লামা শফীর মৃত্যু : বিচার বিভাগীয় তদন্তের দাবি হেফাজতের

আল্লামা শফীর মৃত্যু : বিচার বিভাগীয় তদন্তের দাবি হেফাজতের


বিএনএ, ঢাকা : আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে হেফাজতে ইসলামের আয়োজিত জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন আহমদ শফী আল-মাদানী এ দাবি জানান।

এর আগে গত শুক্রবার আল্লামা শফীকে নির্যাতন ও মানসিক নিপীড়ন চালিয়ে হত্যার অভিযোগ করে এর বিচার বিভাগীয় তদন্ত চান ৩১৩ আলেম।

হেফাজতের সংবাদ সম্মেলনে সরকারের কাছে যে ৪টি দাবি জানানো হয় তা হলো হলো-

১. বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আল্লামা শাহ আমদ শফীর ‘অস্বাভাবিক মৃত্যুর’ রহস্য উদঘাটন করে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

২. তার পরিবারের পক্ষ থেকে করা মামলা তদন্তপূর্বক অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।

৩. আল্লামা শফীর পরিবারের সদস্যদের ও তার অনুসারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা মামলা তুলে নেয়ার হুমকি-ধমকি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৪. আহমদ শফীর রেখে যাওয়া সব দ্বীনি ও সামাজিক অঙ্গনগুলো থেকে তার বিরোধীদের অপসারণ করতে হবে।

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর আল্লামা আহমদ শফীর মৃত্যু হয়। ৩ মাস পর ১৭ ডিসেম্বর তাকে হত্যার অভিযোগে ৩৬ জনকে আসামি করে চট্টগ্রামের আদালতে মামলা করেন তার শ্যালক মোহাম্মদ মঈন উদ্দিন। গত বুধবার হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী সংবাদ সম্মেলন করে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ