বিএনএ, কক্সবাজার: উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও ফোরামের একটি গাড়ির (চট্টমেট্রো চ-১১৮৬৫৯) ধাক্কায় এক রোহিঙ্গা শিশুর মৃত্যু ঘটেছে। শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা গাড়িতে ইট পাটকেল ছুঁড়ে গাড়ির কাঁচ বডি ক্ষতিগ্রস্ত করেছে। পুলিশের সহায়তায় গাড়িটি উদ্ধার করে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন।
নিহত শিশু উখিয়ার রোহিঙ্গা রেজিস্ট্রার ক্যাম্প ব্লক-জি, শেড-৪৪ এর সৈয়দ আহমদের মেয়ে সাহেদা বিবি (২)।
ওসি বলেন, বুধবার বিকেল ৩টার দিকে কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের এনজিও সংস্থার একটি টিআরএক্স বক্সি গাড়ির ধাক্কায় দু’বছরের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনার খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের সহায়তায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়। গাড়ি জব্দ করা হয়েছে। ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিএনএনিউজ/ এইচ এম ফরিদুল আলম শাহীন/ বিএম