25 C
আবহাওয়া
২:৪৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » নারায়নগঞ্জ সিটি নির্বাচন, দলীয় মনোনয়ন ফরম নিলে ডা. আইভী

নারায়নগঞ্জ সিটি নির্বাচন, দলীয় মনোনয়ন ফরম নিলে ডা. আইভী

ডা. আইভীসহ ৪ জন দলীয় মনোনয়ন ফরম নিলেন

বিএনএ নারায়নগঞ্জ: আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকার ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউ (গুলিস্তান) কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পেতে এ ফরম সংগ্রহ করা হয়। ডা. আইভীর হয়ে সেটি সংগ্রহ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। বিনিময়ে ২৫ হাজার টাকা দেন তারা।

পাশাপাশি  এদিন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন আরও তিনজন। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চন্দন শীল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা।

উল্লেখ্য, ২০০৩ সালে আওয়ামী লীগের সমর্থনে নির্বাচনে অংশ নিয়ে বিএনপি প্রার্থী নূরুল ইসলাম সরদারকে হারিয়ে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন ডা. সেলিনা হায়াৎ আইভী৷ কদমরসূল, সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ পৌরসভা মিলে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে শামীম ওসমানকে হারিয়ে মেয়র হন ডা. আইভী।  দেশের প্রথম নারী মেয়র তিনি।

২০১৬ সালে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে লক্ষাধিক ভোটে পরাজিত করে ২য় বারের মতো মেয়র হয়েছেন তিনি।

এ ব্যাপারে সেলিনা হায়াৎ আইভী সংবাদ মাধ্যমকে বলেন, দল যদি যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তবে এবারও মেয়র পদে প্রার্থী হবেন তিনি।

বিএনএনিউজ/বুলবুল,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ