35 C
আবহাওয়া
১২:৩৭ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ৩য় বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

৩য় বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠল চট্টগ্রাম

পেরুতে ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, বহু হতাহত

বিএনএ, চট্টগ্রাম: ৩য় বারের মতো চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে রিখটার স্কেল ৪.২ মাত্রায় এ ভূকম্পনটি অনুভূত হয়।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম আবহাওয়া অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসনাত। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ভূমিকম্প হয়। এটির উৎপত্তি হচ্ছে ভারত-মিয়ানমার সীমান্তে, পার্বত্য চট্টগ্রামের কাছাকাছি।

এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রামে ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল চট্টগ্রাম থেকে ১৭৫ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৪২ কিলোমিটার। এরপর শনিবার (২৭ নভেম্বর) বিকেলে ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে ৪ দশমিক ২ মাত্রায় মৃদু ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে থেকে হয়েছে ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ