34 C
আবহাওয়া
২:৪০ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » পেরুতে ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, বহু হতাহত

পেরুতে ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, বহু হতাহত

পেরুতে ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, বহু হতাহত

বিএনএ ডেস্ক :  পেরুতে সাত দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত হয়েছে। রোববার (২৮ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলে এ ভূকম্পন অনুভূত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ জানায়, অনেক বাড়িঘর ধসে পড়ায় বহু হতাহতের আশঙ্কা রয়েছে। স্থানীয় সময় রোববার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে লাতিন আমেরিকার দেশ পেরু। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে সাত দশমিক পাঁচ মাত্রার ভূকম্পন অনূভূত হয়।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর বারানকা থেকে ৪২ কিলোমিটার দূরে আমাজন অঞ্চলে। যা ভূমি থেকে প্রায় ১১২ কিলোমিটার গভীরে।

এছাড়াও, এতে আমাজন এবং কায়ামার্কা অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার কয়েকটি সড়ক ও মহাসড়কও।

এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভুতি দেখিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। একইসঙ্গে তিনি ক্ষতিগ্রস্তদের সবধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন ।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ