বিএনএ, চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে ছয়দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আটক আরেক জেলেকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে ও অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সাত কিশোর জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন-আমির হোসেন গাজী, হারুন ঢালী, মো. জাহাঙ্গীর, রিয়াদ রাঢ়ি, রমজান ব্যাপারী, হৃদয় মোল্লা, রিপন খান, মো. ফয়সাল, জনি ব্যাপারী, আল-আমীন মোল্লা, বাদশা হাওলাদার. কিরণ খান, ওমর ফাটল রাঢ়ি ও নাজমুল হাসান।
জরিমানা করা হয় মো. ইব্রাহিমকে। আটক এসব জেলেদের বাড়ি শহরের টিলাবাড়ি, বহরিয়া ও গোবিন্দিয়া গ্রামে।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, জেলা ও উপজেলা টাস্কফোর্স সোমবার (২৮ অক্টোবর) রাত ৮টা থেকে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান চালিয়ে ২২ জেলেকে আটক করে। এসময় ১০ হাজার মিটার কারেন্টজাল ও তিন কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ করা কারেন্টজাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে পুড়িয়ে ফেলেছে। আর ইলিশ মাছ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এসময় ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ।
বিএনএনিউজ/ বিএম