বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে এক মারমা তরুণীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ির পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মুক্তাধর প্রেসব্রিফিং এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৫ অক্টোবর চট্টগ্রাম থেকে মানিকছড়ির গচ্ছাবিল এলাকায় নিজ বাড়িতে পায়ে হেঁটে যাওয়ার পথে দুপুর ২টার দিকে ভুক্তভোগী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করলেও ভুক্তভোগী আসামিদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেননি।
মামলা দায়ের পর পুলিশ সুপারের নেতৃত্বে চৌকস আভিযানিক দল প্রযুক্তির সহায়তায় ঘটনার আগে পরে যাওয়া মোটর সাইকেল চালক, যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করে একই এলাকার মো. শাহ আলী (২০) , মিজানুর রহমান (২২) ও মো. হোসেন আলীকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজন ধর্ষণ ও অপর দুইজন ধর্ষণে সহায়তার দায় স্বীকার করে এবং ঘটনার সময় নিয়ে যাওয়া ভুক্তভোগীর মোবাইল ফোন তাদের ফেলে দেয়া স্থান থেকে আজ উদ্ধার করা হয়। আজ দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
বিএনএ/আনোয়ার, এমএফ /এইচ এ মুন্নী