26 C
আবহাওয়া
৫:২১ পূর্বাহ্ণ - মে ২০, ২০২৪
Bnanews24.com
Home » হরতালেও বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

হরতালেও বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

বাস চলাচল

বিএনএ, ঢাকা : বিএনপি-জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রোববার বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি। ওইসব বাসের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতারা।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায়  ঢাকা বাস মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

এতে বলা হয়, হরতালের দিন ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস ও মিনিবাস চলবে। জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা সাড়া দেবে না। ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছে। মালিক-শ্রমিকরা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা শহর ও ঢাকার আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখবে। তবে যাত্রী পাওয়া সাপেক্ষে আন্তঃজেলা রুটের গাড়ি চলাচল করবে।

এর আগে এদিন বিকেলে নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে হরতালের ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ