22 C
আবহাওয়া
২:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » মাদক কারবারি গ্রেফতার

মাদক কারবারি গ্রেফতার

মাদক কারবারি গ্রেফতার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ৭শ’ ইয়াবা বড়িসহ গুরা মিয়া(৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ২৮ অক্টোবর) রাতে নগরীর পাহাড়তলী থানার অলংকার মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার গুরা মিয়া কক্সবাজার সদরের কোনাপাড়ার মৃত আব্দুস সোবহানের ছেলে।

সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জন সংযোগ কর্মকর্তা আরাফাতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭শ’ ইয়াবা বড়িসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে চালান দেওয়া হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ