বিএনএ ঈদগাঁও( কক্সবাজার):কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার(২৮ অক্টোবর) ঈদগাঁওতে গণ টিকার দ্বিতীয় ডোজ দেয়া হয়।সকাল থেকে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন টিকাদান কেন্দ্রে নিবন্ধিতদের এ টিকা দেন স্বাস্থ্যকর্মীরা। পপুলেশন মুভমেন্ট অপারেশন (পিএমও) এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তায় এ কেন্দ্রে ১৫ শত জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত টিকা গ্রহণ করেছে ১৪৭০ জন।
প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিনে গত ২৮ সেপ্টেম্বর যারা গণটিকার প্রথম ডোজ নিয়েছিলেন তাদের এ দ্বিতীয় ডোজ প্রদান করা হয় বলে জানান এ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ঈদগাঁও ডোমরিয়া ঘোনা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইসসিপি) হামিদ হাসান।
তিনি বলেন, এ কেন্দ্রে টিকা প্রদানের জন্য তিনটি বুথ স্থাপন করা হয়। বুথগুলোতে একজন সিএইসসিপি এবং দুইজন হেলথ এসিস্ট্যান্ট দায়িত্ব পালন করেন। পাশাপাশি প্রতি কেন্দ্রে চারজন করে স্বাস্থ্য স্বেচ্ছাসেবক নিয়োজিত ছিলেন। সকাল থেকে টিকার ডোজ প্রত্যাশীরা টিকাকেন্দ্রে এসে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে থাকেন।
বিএনএ/মোঃ রেজাউল করিম,ওজি