31 C
আবহাওয়া
১১:৪১ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৪
Bnanews24.com
Home » সুনীল অর্থনী‌তি‌কে কা‌জে লাগা‌তে পার‌লে ২০৪১ সা‌লের আ‌গেই স্মার্ট বাংলা‌দে‌শ বাস্তবায়ন সম্ভব- মিজান

সুনীল অর্থনী‌তি‌কে কা‌জে লাগা‌তে পার‌লে ২০৪১ সা‌লের আ‌গেই স্মার্ট বাংলা‌দে‌শ বাস্তবায়ন সম্ভব- মিজান

সুনীল অর্থনী‌তি‌কে কা‌জে লাগা‌তে পার‌লে ২০৪১ সা‌লের আ‌গেই স্মার্ট বাংলা‌দে‌শ বাস্তবায়ন সম্ভব- মিজান

বিএনএ, ঢাকা: ফেসবু‌কে আস‌ক্তি, ক্যারিয়ার নির্বাচ‌নে বিভ্রা‌ন্তি: সমাধান যে প‌থে শীর্ষক এক কর্মশালায় বাংলা‌দেশ নিউজ এ‌জে‌ন্সি বিএনএ সম্পাদক, সার্ক মানবা‌ধিকার ফাউ‌ন্ডেশ‌নের কেন্দ্রীয় সহ সভাপ‌তি মিজানুর রহমান মজুমদার ব‌লে‌ছেন, অ‌নেক আশা স্বপ্ন নি‌য়ে শিক্ষার্থীরা বিশ্ব‌বিদ্যালয়ে ভ‌র্তি হয়। তা‌দের কা‌ছে শুধু তা‌দের প‌রিবার নয়, গোটা জা‌তিও অ‌নেক কিছু আশা ক‌রে থা‌কে।

সুনীল অর্থনী‌তি‌কে কা‌জে লাগা‌তে পার‌লে ২০৪১ সা‌লের আ‌গেই স্মার্ট বাংলা‌দে‌শ বাস্তবায়ন সম্ভব- মিজান
সেমিনারের মূখ্য আলোচক মিজানুর রহমান মজুমদারকে ক্রেষ্ট প্রদান করা হয়

শুক্রবার (২৯ সে‌প্টেম্বর) ঢা‌কা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ এন্টি-ড্রাগ ফেডারেশনের আয়োজনে অনু‌ষ্ঠিত উক্ত সে‌মিনা‌রে মূখ্য আ‌লোচকের বক্ত‌ব্যে তি‌নি আ‌রও ব‌লেন, উন্নত সমৃদ্ধ অর্থনী‌তির বাংলাদেশ গঠ‌নে দক্ষ জনশ‌ক্তির বিকল্প নেই। সুনীল অর্থনী‌তি‌কে কা‌জে লাগা‌তে পার‌লে ২০৪১ সা‌লের আ‌গেই স্মার্ট বাংলা‌দে‌শ বাস্তবায়ন সম্ভব হ‌বে।

মাদকসহ সব ধর‌নের আস‌ক্তি থে‌কে শিক্ষার্থীকে মুক্ত থে‌কে কর্মমু‌খী শিক্ষায় সু‌শি‌ক্ষিত হ‌তে হ‌বে। যারা বিশ্ব‌বিদ্যালয়ে ভ‌র্তি হ‌তে পা‌রেনি, তা‌দের কা‌রিগ‌রি শিক্ষায় প্রশি‌ক্ষিত হ‌য়ে দে‌শের উন্নয়‌নে কাজ ক‌রে যে‌তে হ‌বে। কোনভা‌বে হতাশ হওয়া যা‌বে না। আগামী দি‌নে সুনীল অর্থনী‌তি‌তে যে বিশাল কর্মযজ্ঞ সৃ‌ষ্টি হ‌বে সেজন্য শিক্ষার্থী‌দের উপযুক্ত জ্ঞান অর্জন কর‌তে হ‌বে।

সুনীল অর্থনী‌তি‌কে কা‌জে লাগা‌তে পার‌লে ২০৪১ সা‌লের আ‌গেই স্মার্ট বাংলা‌দে‌শ বাস্তবায়ন সম্ভব- মিজান
সেমিনারে অতিথিদের সাথে শিক্ষার্থীরা

ইসলামী বিশ্ববিদ্যালয়-কুষ্টিয়ার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শিরিনা বিথির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শাহ মনজুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের উপাচার্য ড. মোহাম্মদ ম‌শিউর রহমান, বাংলা‌দেশ নিউজ এ‌জে‌ন্সি (বিএনএ) সম্পাদক, সার্ক মানবা‌ধিকার ফাউ‌ন্ডেশ‌নের কেন্দ্রীয় সহ সভাপ‌তি মিজানুর রহমান মজুমদার, বিকন পয়েন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তহিদুল বাশার। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান।

মাদকবি‌রোধী ফাউ‌ন্ডেশন, নার‌কো‌টিক্স বিভাগ এ সে‌মিনা‌রের আ‌য়োজন ক‌রে‌ছে।

আরও পড়ুন: ফেনীতে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ