24 C
আবহাওয়া
২:৫২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » গণঅধিকার পরিষদের আজকের সমাবেশ স্থগিত

গণঅধিকার পরিষদের আজকের সমাবেশ স্থগিত


বিএনএ, ঢাকা : গণঅধিকার পরিষদের (নুর) আজ শুক্রবার অনুষ্ঠেয় বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে দলটি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ গণমাধ্যমকে জানিয়েছেন বিষয়টি।

আবু হানিফ জানান, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আগামীকাল শুক্রবার জরুরি মিটিং রয়েছে। তাই শুক্রবার কালভার্ট রোডে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশটি স্থগিত করা হলো। তবে আগামী ২ অক্টোবর জেলায় জেলায় গণঅধিকার পরিষদের পূর্বঘোষিত পদযাত্রা অনুষ্ঠিত হবে।

আর আগামী ৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে সংহতি সমাবেশ করবে দলটি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ