21 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫০৬ জন

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫০৬ জন


বিএনএ ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৫২ জনে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ১ হাজার ৮৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪৩২ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন। ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৩ হাজার ৯২৩ জন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে সারাদেশে ৫৫ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ২৭ জন ঢাকার, ১৮ জন কক্সবাজারের, ৪ জন বরিশালের এবং ৬ জন চট্টগ্রামের বাসিন্দা।

এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এডিস মশা নিয়ন্ত্রণে ব্যাপক ব্যবস্থা নেয়ার পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ