24 C
আবহাওয়া
৩:১৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীর আবাসিক হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর আবাসিক হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর আবাসিক হোটেল থেকে ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টরের একটি আবাসিক হোটেল থেকে এক ব্রিটিশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ডুগাল্ড ফিনলাসনের (৬০)।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ৪৫ নম্বর ভবনে অবস্থিত ‘মেরিনো হোটেল’র দ্বিতীয় তলার একটি রুম থেকে ব্রিটিশ নাগরিক মরদেহ উদ্ধার করা হয়।উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রহমান বলেন, খবর পেয়ে হোটেল থেকে অচেতন অবস্থায় ওই বিদেশিকে উদ্ধার করি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে, ডুগাল্ড ফিনলাসন ২০ সেপ্টেম্বর ওই হোটেলে রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। গত রাতেও তিনি খাবার খেয়েছেন। আজ সকালে তার এক চীনা বন্ধু হোটেলে এসে তাকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়াশব্দ পান না তিনি। তখন হোটেল কর্তৃপক্ষ ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে তাকে বাথরুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তারা তখন থানায় খবর দেন।তিনি আরও বলেন, ডুগাল্ড ফিনলাসন ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছিলেন বলে জানা গেছে। তার পাসপোর্ট নম্বর GBR-534642338।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ