20 C
আবহাওয়া
৯:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » কুবি কর্মকর্তা-কর্মচারীদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ৭ দিনের আল্টিমেটাম

কুবি কর্মকর্তা-কর্মচারীদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ৭ দিনের আল্টিমেটাম

কুবি কর্মকর্তা-কর্মচারীদের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ৭ দিনের আল্টিমেটাম

বিএনএ, কুবি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড.মো. আবু তাহেরকে নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে ফের মানববন্ধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থীরা। মানববন্ধনে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার(২৯ আগষ্ট) বেলা ১১ টায় প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন করেন।

১০ ব্যাচের পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী অপর্না নাথ বলেন, তিন দিন আল্টিমেটাম দেওয়ার পরও প্রশাসন কর্মকর্তাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই। একজন অধ্যাপকের বিরুদ্ধে এইরকম কুরুচিপূর্ণ মন্তব্য কাম্য নই। আমরা তাদের বিচার চাই।

মানববন্ধনে বক্তারা বলেন, ,আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা ক্লাস পরিক্ষা বর্জন করতে বাধ্য হবো। বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টের অচল তা নিয়ে প্রশাসনের কোন পদক্ষেপ নেই তা লজ্জাজনক। শিক্ষার্থীদের প্রতিনিধি হাসান বিদ্যুৎ বলেন, শিক্ষার্থীরা উত্তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে মানববন্ধন করতেছে তা নিয়ে প্রশাসনের কোন মাথাব্যাথা নেই। ক্ষতি হলে শিক্ষার্থীদের হবে প্রশাসনের কিছু না। তিনি আরও বলেন প্রশাসনকে আমরা সাত দিনের সময় দিয়েছি এর মধ্যে সমাধান করবে বলে আমাদের আশ্বাস দিয়েছেন।যদি বিচার না করেন তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর(ভারপ্রাপ্ত)কাজী ওমর সিদ্দিকী বলেন, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে উপাচার্য স্যারের সাথে কথা বলে আজকে দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন করবো।

উল্লেখ্য, গত ২৪ আগষ্ট মানববন্ধনে শিক্ষার্থীরা জড়িতদের তিন দিনের মধ্যে বিচারের আওতায় আনতে আন্টিমেটাম দিলেও প্রসাশন কোন পদক্ষেপ না নেওয়ার কারণে আবারও মানববন্ধন করে শিক্ষার্থীরা।

বিএনএ/ হাবিবুর রহমান , ওজি

Loading


শিরোনাম বিএনএ