27 C
আবহাওয়া
১:২৯ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ইউএসইটি মূল্যায়ন পরীক্ষায় ১০জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

ইউএসইটি মূল্যায়ন পরীক্ষায় ১০জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

ইউএসইটি পরীক্ষায় ১০জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিএনএ, লোহাগাড়া(চট্টগ্রাম): মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ`র উদ্যোগে USET( UNO`s Special Evaluation Test) USET মূল্যায়ন পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১০জনের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ এর পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী ‘ইউসেট’ পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত মোট দশজন শিক্ষার্থীর মাঝে আজ আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়। ইউএনও’র ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত এই মূল্যায়ন পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্তদের মধ্যে আমিরাবাদ জনকল্যাণ (বালক) উচ্চ বিদ্যালয়ের ছাত্র প্রিয়াংশু বড়ুয়া সুষ্ময় ঐ প্রতিষ্ঠানে প্রথম স্থান, নাইম উদ্দিন মাশকুর ২য় স্থান, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সানজিদা ইসলাম ঐ প্রতিষ্ঠানে ১ম স্থান, সায়মা সুলতানা মিম ২য় স্থান, শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোস্তাহিদ আবরার মাহি ঐ প্রতিষ্ঠানে ১ম স্থান, মনিরুল আহসান জামি ২য় স্থান, মোস্তফা বেগম গার্লস স্কুলের ছাত্রী আসমাউল হুসনা ঐ প্রতিষ্ঠানে ১ম স্থান, তাহমিনা তানরিন ২য় স্থান, আমিরাবাদ জনকল্যাণ (বালিকা) উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কোয়েল চক্রবর্তী ঐ প্রতিষ্ঠানে ১ম স্থান, তাহমিনা সুলতানা এনি ২য় স্থান অধিকার করেছে। বিজয়ী প্রত্যেক শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে নগদ এক হাজার টাকা, একটি বই, একটি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সোমবার (২৯ আগস্ট )সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্বে করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম ইব্রাহীম কবির।সভায় উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সমশুল আলম, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুুহাম্মদ আবু বক্কর, আধুনগর গুল-এ-জার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুদ্দিন, আমিরাবাদ জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুস সালাম, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিএনএ/ রায়হান সিকদার, ওজি

Loading


শিরোনাম বিএনএ