28 C
আবহাওয়া
৮:৪০ অপরাহ্ণ - জুলাই ২৯, ২০২৫
Bnanews24.com
Home » আজ টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা

আজ টাঙ্গাইলে এনসিপির পদযাত্রা


বিএনএ, টাঙ্গাইল: দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। স্থানীয় নেতাকর্মীরা এরই মধ্যে সব প্রস্ততি সম্পন্ন করেছেন । পদযাত্রা ও সমাবেশ ঘিরে ব্যানার, ফেস্টুন, তোরণ ও পোস্টারে ছেয়ে গেছে শহরের বিভিন্ন সড়ক।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা নিশ্চিতে এপিবিএন পুলিশসহ নয় শতাধিক পুলিশ সদস্য মাঠে থাকবেন বলে জানিয়েছেন  টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান ।

এনসিপি নেতাদের তথ্যমতে, পদযাত্রায় অংশ নিতে গতকাল সোমবার রাতেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী টাঙ্গাইলে এসেছেন। টাঙ্গাইলে এসে প্রথমে তারা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মাজার জিয়ারত শেষে ভাসানী দরবার হলে তারা কৃষকদের সঙ্গে কথা বলেন।

আজ মঙ্গলবার দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তাসনিম জারা, সিনিয়র সদস্যসচিব সারোয়ার নিভা, ডা. তাজনুভা জাবিন সহ আরও প্রায় ২৫ হাজার সদস্য পদযাত্রায় অংশ নেবেন।

উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী বলেন, জুলাই অভ্যুত্থানের অগ্রনায়কদের পদচারণায় বিপ্লবী টাঙ্গাইলের মাটি আবারও গর্জে উঠবে। পদযাত্রাটি সকাল সাড়ে ১০টায় জেলা সদরের শামসুল হক তোরণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ের কেন্দ্রীয় শহিদ মিনারে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হবে।

এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরের উৎসবের আমেজ বিরাজ করছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ