14 C
আবহাওয়া
১২:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

রাজধানীতে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

রাজধানীতে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।

শনিবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টার ফকিরাপুলে শেল্টার আবাসিক হোটেল থেকে মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে হোটেলটির তৃতীয় তলায় ৩১৭ নম্বর কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, নিহত আব্দুল হালিম কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার চরভাড়াদি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ইয়েজেল মণ্ডল। এলাকায় জমি কেনাবেচা করতেন তিনি। গত ৭ জুন ঢাকায় এসে ফকিরাপুলের ওই হোটেলে উঠেন। তার পরিবারের মাধ্যমে জানা গেছে, তিনি অসুস্থ ছিলেন। শনিবার তার বন্ধু শাহিন তাকে ফোন করে না পেয়ে ঢাকার দোহার থেকে হোটেলে আসেন। হোটেলে ওই রুমের দরজা খুলে তাকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিএনএনিউজ/বিএম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ