বিশ্ব ডেস্ক: পবিত্র আশুরার একদিন আগে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে হযরত মুহাম্মদের (স.) নাতনি ও ইমাম আলী(রা.)র কন্যা সাইয়েদা জয়নাবের(রা.) মাজারের অদূরে বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস।
খবর আরব নিউজ।
দায়েশ গ্রুপ শুক্রবার(২৮ জুলাই ২০২৩) টেলিগ্রাম মেসেজিং অ্যাপে একটি বিবৃতিতে বলেছে যে, তাদের কিছু যোদ্ধা সমাধি এলাকা রক্ষাকারী সিরিয়ান সরকার এবং মিলিশিয়াদের দ্বারা আরোপিত কঠোর নিরাপত্তা লঙ্ঘন করেছে।
এতে বলা হয়েছে, “শিয়া তীর্থযাত্রীদের জমায়েতের সময় তারা বৃহস্পতিবার একটি মোটরসাইকেল বোমা পার্ক করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয়েছিল।”
বৃহস্পতিবারের বিস্ফোরণটি সিরিয়ার সবচেয়ে বেশি পরিদর্শন করা শিয়া তীর্থস্থান দামেস্কের সাইয়েদা জয়নাবের(রা.) মাজারের কাছে ছিল এবং বার্ষিক শিয়া আশুরা স্মরণের প্রাক্কালে ঘটেছিল। ওই ঘটনায় অন্তত ছয় জন নিহত এবং ২০ জন আহত হয়েছিল।
কর্তৃপক্ষ শিয়া মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০ দিনের আশুরা স্মরণের জন্য সমাধির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছিল। এ হামলার ঘটনায় সিরিয়া সরকার ক্ষোভ প্রকাশ করেছে।
বিএনএ,এসজিএন/ হাসনাহেনা