বিএনএ, ঢাকা : রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম রেজাউল করিম (২৫)।তিনি শেরপুরের নকলা উপজেলার নারায়ণখোলা পশ্চিম গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শুক্রবার (২৮ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া।
তিনি জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে।তার নাম রেজাউল করিম। তবে তার কোনো আত্মীয়-স্বজন পাওয়া যায়নি। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশের কাছে আছে। বিস্তারিত পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইমসিন ইউনিট তার আঙুলের ছাপ নিয়েছে।মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপসতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।