বিএনএ, বিশ্বডেস্ক : সৌদি আরবের জেদ্দায় মার্কিন কনস্যুলেট ভবনের সামনে গোলাগুলির ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সৌদি বার্তা সংস্থা জানায়, বুধবার মার্কিন ওই কনস্যুলেট ভবনের কাছে এক ব্যক্তি তার গাড়িটি পার্ক করে রাখার পর ভেতর থেকে অস্ত্র নিয়ে বের হয়।এরপর নিরাপত্তারক্ষীদের সঙ্গে গোলাগুলিতে অস্ত্রধারী নিহত হয়।গোলাগুলিতে কনস্যুলেটের এক নেপালি নিরাপত্তারক্ষীও আহত হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
আরব নিউজ বলছে, তাৎক্ষণিকভাবে হামলার উদ্দেশ্য এবং বন্দুকধারীর পরিচয় জানা যায়নি। ওই বন্দুকধারীই প্রথম নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি ছুড়েছিল বলে জানিয়েছে আল-জাজিরা।এ ঘটনার কারণ উদঘাটনে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে মক্কা অঞ্চলের পুলিশ।
সৌদি বার্তা সংস্থা আরও জানায়,, পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরাপত্তা বাহিনী অস্ত্র নিয়ে গাড়ি থেকে বের হওয়া ব্যক্তিকে যথাযথভাবে মোকাবিলা করেছে।
বিএনএ/ ওজি