40 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » দুই বছর পর চালু বিলোনিয়া চেকপোষ্ট ইমিগ্রেশন

দুই বছর পর চালু বিলোনিয়া চেকপোষ্ট ইমিগ্রেশন

দুই বছর পর চালু বিলোনিয়া চেকপোষ্ট ইমিগ্রেশন

বিএনএ, ফেনীঃ দীর্ঘ দুই বছর পর বন্ধ থাকার পর ফের চালু হলো ফেনীর পরশুরামের বিলোনিয়া চেকপোষ্ট ইমিগ্রেশন। রোববার (২৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ বহিরাগমন-২ এর উপসচিব তরপদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিলোনিয়া চেকপোষ্ট ইমিগ্রেশনসহ সারাদেশে আরো ১১টি চেকপোষ্ট ইমিগ্রেশন খুলে দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে- ঠাকুরগাঁও, জকিগঞ্জ, চাতলাপুর, জুরিবটুলী, কামারঘাট, বাল্লা, বিবির বাজার, ঢাকা ক্যান্টেমেন্ট রেলওয়ে, বেলাপোল রেলওয়ে চেকপোষ্ট ইমিগ্রেশন।

জানা যায়, কোভিড -১৯ পরিস্থিতির প্রেক্ষাপটে বন্ধ থাকা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী চেকপোষ্ট ইমিগ্রেশন পুনরায় চালু করা হয়েছে।
২০১৯ সালের মার্চ মাস থেকে কোভিড-১৯ ভয়াবহ আকার ধারণ করায় সারাদেশের ন্যায় ফেনীর বিলোনিয়া চেকপোষ্ট ইমিগ্রেশন লোকজন যাতায়াত বন্ধ হয়ে যায়। এতে দুই দেশে যাতায়াতকারীদের চরম ভোগান্তিতে পোহাতে হয়।

উপসচিব তরপদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত পত্রে আরো জানায়, বিশ্বে বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় ব্যবসা-বাণিজ্য, পর্যটন ইত্যাদির সুযোগ পুনরায় চালু করা হয়েছে। বিলোনিয়া চেকপোষ্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন জানান, সোমবার (২৭জুন) থেকে বিলোনিয়া চেকপোষ্ট (মুহুরীঘাট) দিয়ে ভিসার মাধ্যমে লোকজন আগের নিয়মে যাতায়াত করতে পারছে।

বিএনএ/নিজাম,এমএফ

Loading


শিরোনাম বিএনএ