25 C
আবহাওয়া
৬:২২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

ময়মনসিংহে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

ময়মনসিংহে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

বিএনএ, ময়মনসিংহ, হামিমুর রহমান : ময়মনসিংহের গৌরীপুর বাজারে অভিয়ান চালিয়ে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে কাস্টম ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে নকল ব্যান্ডরোলযুক্ত মিলন বিড়ি ও স্টার বিড়ি জব্দ করে। এসময় ডিলার পালিয়ে যায়।

কাস্টমস ইন্সপেক্টর ওমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সার্কেলে ৩ এর কাস্টমস কর্মকর্তা নূর মোহাম্মদ সহ অন্যান্যরা।

অভিযানে ১৩ শলাকা মিলন বিড়ি ও ২১ হাজার শলাকা স্টার বিড়ি  উদ্ধার করে, যাতে প্রায় ৮০০০০ হাজার টাকা ট্যাক্স ফাঁকি দেয়া হয়। জব্দ বিড়ি কাস্টম অফিসে নিয়ে আসা হয়।

এ সময় কাস্টমস ইন্সপেক্টর ওমর ফারুক দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান। সকল বাজার ও দোকান হতে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি তুলে ফেলতে স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটিকে দায়িত্ব দেয়া হয়। এ সময় দন্ডনীয় কর্মকান্ড হতে সকলকে বিরত থাকতে আহব্বান জানান।

সরকারি বিধিমতে সরকার নির্ধারিত ১৮ টাকা মূল্যের কমের যেকোনও বিড়ি উৎপাদন, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ দন্ডনীয় অপরাধ।

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ