মগবাজার বিস্ফোরণের ৪৪ ঘন্টা পর নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
19 C
আবহাওয়া
৯:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » মগবাজার বিস্ফোরণের ৪৪ ঘন্টা পর নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

মগবাজার বিস্ফোরণের ৪৪ ঘন্টা পর নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

খুলনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীর মগবাজারে ধসে পড়া ভবনের নিচ থেকে হারুনুর রশিদ (৭০) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে  ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৯ জুন) বিকেলে ধ্বংসস্তূপ সরিয়ে তার উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক (অপারেশন্স) দেবাশীষ বর্ধন।

তিনি বলেন, ‘ঘটনার ৪৪ ঘন্টা দিন পর ধ্বংসস্তূপ সরিয়ে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে একটি  বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই দিনই প্রায় শতাধিক আহত ও ৭ জন নিহত হন। আজ আরেকজনের মরদেহ উদ্ধার করা হলো। ঘটনাস্থলে অসংখ্য যানবাহন ও ভবন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Total Viewed and Shared : 1 48 , 48 views and shared


শিরোনাম বিএনএ