28 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » বোয়ালখালী উপজেলা পরিষদে তিন নতুন মুখ

বোয়ালখালী উপজেলা পরিষদে তিন নতুন মুখ

বোয়ালখালী উপজেলা পরিষদে তিন নতুন মুখ

বিএনএ, চট্টগ্রাম: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত বোয়ালখালী উপজেলা পরিষদের নির্বাচনে তিনজন নতুন মুখের জয় হয়েছে। বর্তমান চেয়ারম্যান দোয়াত কলম প্রতীকের প্রার্থী মো. রেজাউল করিম রাজাকে পরাজিত করে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মোহাম্মদ জাহেদুল হক।

বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগমকে (প্রজাপতি) পরাজিত করে নতুন নির্বাচিত হয়েছেন মোছামৎ উম্মে সালমা (ফুটবল)। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মীর নওশাদ (টিউবওয়েল)।

বুধবার (২৯ মে) রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মঈনুল হক।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মঈনুল হক স্বাক্ষরিত প্রকাশিত ফলাফলে দেখা যায়, উপজেলার ৮৬টি কেন্দ্রে হেলিকপ্টারের প্রতীকের মোহাম্মদ জাহেদুল হক পেয়েছেন ৩০ হাজার ৫শত ৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মোহাম্মদ শফিক পেয়েছেন ১৯ হাজার ১১০ ভোট, দোয়াত কলম প্রতীকের মো. রেজাউল করিম ১১ হাজার ৫৩৭ ভোট, মোটর সাইকেল প্রতীকের মো. নুরুল আমিন চৌধুরী ৯ হাজার ২শত ৫১ ভোট, ঘোড়া প্রতীকের মোহাম্মদ শফিউল আলম ৫ হাজার ৩ শত ৬১ ভোট, কাপ পিরিচ প্রতীকের এস এম সেলিম ৮৩৪ ভোট এবং টেলিফোন প্রতীকের এস এম নূরুল আলম ৪৭৫ ভোট পেয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ মীর নওশাদ (টিউবওয়েল) ৩১ হাজার ৩শত ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন (তালা) পেয়েছেন ১৪ হাজার ৪ শত ৫৮ ভোট, রিদওয়ানুল হক (চশমা) ১২ হাজার ৮ শত ৭৬ ভোট, সজল কান্তি চৌধুরী (উড়োজাহাজ) ১২ হাজার ৩ শত ৭১ ভোট এবং শফিকুল আলম (টিয়া পাখি) ৫ হাজার ৩ শত ৭৬ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছামৎ উম্মে সালমা (ফুটবল) প্রতীকে ৩১ হাজার ৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শামীম আরা বেগম (প্রজাপতি) ২৮ হাজার ৪ শত ১ ভোট এবং মর্জিনা বেগম (কলস) ১৫ হাজার ৯৬৭ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, বোয়ালখালীর ৮৬টি কেন্দ্রে ২ লাখ ১০ হাজার ৩৬০ জন ভোটারের মধ্যে ৮০ হাজার ৫ শত ৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের ৩৮ দশমিক ৩০ শতাংশ। এর মধ্যে বৈধ ৭৭ হাজার ১৪৫ ভোট। বাতিল হয়েছে ৩ হাজার ৪২২ ভোট।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/ এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ