33 C
আবহাওয়া
৮:৪৮ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় শ্রমিকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ফোর স্টার নামে একটি জাহাজ ভাঙা কারখানায় শাহাব উদ্দিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

একই কারখানায় মোশারেফ হোসেন (৩৯) নামে আরেক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তিনি নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ হতাহতের সঠিক কারণ জানা যায়নি।

নিহত শ্রমিক শাহাব উদ্দিনের বাড়ি সীতাকুণ্ডের কুমিরা উপজেলায়। তার বাবার নাম সোলতান আহমদ। আহত শ্রমিক মোশাররফের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়।

মালিক পক্ষের দাবি, এক শ্রমিক মাথা ঘুরে পড়ে গিয়ে এ ঘটনা ঘটে। তাকে বাঁচাতে গিয়ে আরেক শ্রমিক আহত হয়। তবে পুলিশ জানিয়েছে, জাহাজ কাটার সময় নিচে পড়ে গিয়ে দুই শ্রমিক গুরুতর আহত হয়। তাদের দুজনকে নগরের জিইসি মোড় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ গণমাধ্যমকে বলেন, জাহাজ কাটার সময় পড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফোর স্টার কারখানার ব্যবস্থাপনা পরিচালক নুর উদ্দিন রুবেল গণমাধ্যমকে বলেন, এক শ্রমিক মাথা ঘুরে পড়ে যাওয়ার সময় তাকে উদ্ধারের চেষ্টা করে আরেকজন। আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে একজন মারা যান। আইনানুযায়ী হতাহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ