23 C
আবহাওয়া
১০:২০ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » কিয়েভে রাশিয়ার বিমান হামলা

কিয়েভে রাশিয়ার বিমান হামলা


বিএনএ, বিশ্বডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া সবচেয়ে বড় হামলা চালিয়েছে ।  শনিবার রাতে ইউক্রেনের রাজধানীতে রুশ বিমান হামলার কথা জানিয়েছে ইউক্রেন। এ সময় ইউক্রেনীয় একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

দ্য গার্ডিয়ান জানায়,  কিয়েভের দিকে ধেয়ে আসা কমপক্ষে ২০টি ড্রোনকে ভূপাতিত করেছে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাশিয়ার ছোড়া ড্রোনের ধ্বংসাবশেষ একটি পেট্রল স্টেশনের কাছে পড়লে ৪১ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়। এ সময় ৩৫ বছর বয়সী একজন নারীও আহত হয়েছেন।

প্রায় ১৫ মাস আগে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর সম্প্রতি কিয়েভকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। চলতি মাসেই শহরটিতে এ নিয়ে ১০ বারের মতো হামলা চালিয়েছে রুশ বাহিনী। প্রতিবেদন বলছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর সর্বশেষ এ আক্রমণ ছিল কিয়েভের ওপর সবচেয়ে বড় হামলা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ