21 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » নদীর নামেই ‘পদ্মা সেতু’ প্রজ্ঞাপন জারি

নদীর নামেই ‘পদ্মা সেতু’ প্রজ্ঞাপন জারি

পদ্মা সেতুর বিশ্ব রেকর্ড

বিএনএ, ঢাকা: মুন্সীগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা প্রান্তের মধ্যে সংযোগ স্থাপনকারী সেতুর নাম ‘পদ্মা সেতু’ চূড়ান্ত করেছে সরকার। এর মাধ্যমে প্রমত্তা পদ্মা নদীর ওপর নির্মিত এই সেতুটির নাম নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। রোববার (২৯ মে) রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের উন্নয়ন অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ জেলার মাওয়া ও শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর উপর নির্মিত সেতুটি সরকার পদ্মা সেতু নামে নামকরণ করলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আগামী ২৫ জুন শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটির উদ্বোধন করার কথা রয়েছে। এর মধ্যেই সেতুতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। জোরোশোরে এগিয়ে চলছে সেতুকে যান চলাচলের সম্পূর্ণ উপযোগী করার কাজ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ