বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ (২৮টি বার) স্বর্ণসহ শফি আলম নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (২৯ মে) সকাল ১০টা ২০ মিনিটে জেদ্দা থেকে আসা বিজি-১৩৬ ফ্লাইটের ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বাজারমূল্য দাম প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নজরদারি ছিল জেদ্দা থেকে আসা বিজি ১৩৬ ফ্লাইটের ওপর। সকাল ১০টা ২০ মিনিটের দিকে ফ্লাইটটি অবতরণ করে। পরে যাত্রীদের লাগেজ ও ব্যাগ স্ক্যান করা হয়।
এ সময় শফি আলমের সঙ্গে থাকা একটি কার্টন স্ক্যান করা হয়। কার্টনের ভেতরে আয়রণ মেশিন, এর নিচে বড় রকমের ব্যাটারির চার্জার, এর নিচে লাইটারের চার্জারের ভেতরে লুকানো অবস্থায় ৩ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয় বলে তিনি জানান।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিএনএনিউজ২৪.কম/এনএএম