বিএনএ, ঢাকা : বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ওয়ার্ল্ড ব্যাংকের উপর নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা তো ঋণের বোঝা নিতে চাই না। এখন আর আইএমএফ ডিপেনডেন্ড না আমরা। এখন আর আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংক ডিপেনডেন্ড না আমরা।
বাজেট সহায়তার বিষয়ে আইএমএফের শর্ত থাকে বলে উল্লেখ করেন তিনি।
“আইএমএফের ব্যাপারে অনেক শর্ত থাকে, আমরা চিন্তা-ভাবনা করছি। আমরা বাজেট নিজেদের মতো করে করতে চেষ্টা করবো” বলেন তিনি।
আন্তর্জাতিক এ সংস্থার সঙ্গে ঋণ কর্মসূচি বজায় রাখতে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।
সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা সিদ্ধান্ত নেব আমাদের মতো। এতে আইএমএফ কিস্তি দিলে দেবে, না দিলে নিজেদের মতো করে বাজেট করবো।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, “আইএমএফ থেকে কোন রকম টাকা না নিয়েই তো ফরেন এক্সচেঞ্জ মার্কেট ও ফরেন রিজার্ভ স্ট্যাবল। আমরা কিন্তু আইএমএফ থেকে আর টাকা পাইনি এ গর্ভনমেন্ট আসার পর।”
বিশ্বব্যাংক – আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফিরে অর্থ উপদেষ্টা আজই প্রথম অফিস করেন। ছয় দিনব্যাপী এ বৈঠক শেষ হয় ২৬শে এপ্রিল।
বিএনএনিউজ/এইচ.এম।