বিএনএ, বিশ্বডেস্ক : পহেলগামে ভয়াবহ হামলা নিয়ে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনার মধ্যে পাকিস্তানে সামরিক সরঞ্জাম বহনকারী বিমানে অস্ত্র পাঠানোর খবর অস্বীকার করেছে তুরস্ক।
মঙ্গলবার (২৯ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
তুরস্ক সরকারের যোগাযোগ অধিদফতর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ‘তুরস্ক পাকিস্তানে অস্ত্র ভর্তি ছয়টি বিমান পাঠিয়েছে’ শিরোনামে কিছু সংবাদমাধ্যমের প্রকাশিত এই সংবাদটি সত্য নয়।
আনাদোলুর উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানিয়েছে, একটি তুর্কি পরিবহন বিমান শুধু জ্বালানি ভরার জন্য পাকিস্তানে অবতরণ করে এবং পরে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে বিমানটি পাকিস্তান ছেড়ে গেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান ভারত ও পাকিস্তানকে সংযম বজায় রাখার আহ্বান জানানোর পর দেশটির পক্ষ থেকে ইসলামাবাদে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার করা হলো।
এরআগে রোববার ‘টাইমস অব ইন্ডিয়ার’ প্রতিবেদনে জানানো হয়, ২৭ এপ্রিল তুরস্কের বিমান বাহিনীর একটি হারকিউলিস-ওয়ানহান্ড্রেড-থার্টি কার্গোবিমান করাচিতে অবতরণ করেছে। এতে নানা রকম সামরিক সরঞ্জাম ছিল।
তুরস্ক পাকিস্তানকে প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে, এটি তারই ইঙ্গিত বলে দাবি করে টাইমস অব ইন্ডিয়া।
বিএনএনিউজ/এইচ.এম।